খুলনায় মোটরসাইকেল চোরাই সিন্ডিকেটের সদস্য রিপন চৌধুরী ওরফে শিমুলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আড়ংঘাটা থানায় ২১ মে দায়ের হওয়া মোটরসাইকেল চুরি মামলার তদন্তে শুক্রবার খালিশপুর কদমতলা থেকে রিপনকে গ্রেফতার করা হয়। তিনি ৩নং ছাগলাদা ইউনিয়নের মৃত: সাহেব চৌধুরীর ছেলে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার অভিযান চালিয়ে বাগেরহাট রামপাল সোনাতুনিয়া গ্রাম থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল ও শনিবার আড়ংঘাটা সিটি বাইপাস রোড সংলগ্ন কৌহিনূর মোড়ে ঝোপঝাড়ের মধ্যে থেকে আরও ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও ইতোপূর্বে চোরাই কাজে ব্যবহৃত ১টি লাল রঙের মোটরসাইকেল ও ১টি চোরাই সুজুকি মোটরসাইকেলসহ ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।