আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করে না, তারা সব সময়ই পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়। যে কারণে তারা নির্বাচনকে বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনকে বাধা দিতে চায়। তবে ভোট দিতে বাধা দিলে জনগণ সমুচিত জবাব দেবে।
শনিবার দিনব্যাপী খুলনার ফুলবাড়ীগেট, কুয়েট, সোনালী জুট মিল, এজাক্স জুট মিল, মিরেরডাঙ্গা ও খুলনা ক্যাবল ফ্যাক্টরি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনে যারা ভোট প্রদানে বাধা দেয় তারা গণতন্ত্র বিশ্বাস করে না। তারা অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় যেতে চায়। আর আওয়ামী লীগ জনগণের মতামত ছাড়া ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। তাই ১২ জুন খুলনার মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান, শেখ আবিদ হোসেন, এস এম আনিছুর রহমান, কাউন্সিলর সাইফুল ইসলাম, চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী জাকারিয়া রিপন, সুরুজ্জামান হানিফ, মোল্লা মুজিবর রহমান, অ্যাডভোকেট সাহারা ইরানি পিয়া, আনিছ মোড়ল, কামাল হোসেন, মামুনুর রশীদ জুয়েল, পারভেজ আলম, সোহেল বিশ্বাস, মেহেদী হাসান রাসেল, জিএম মনিরুজ্জামান, শেখ ফয়সাল হোসেন।