খুলনায় বিএনপির ৪ নেতা গ্রেফতার

0

খুলনায় নাশকতা সৃষ্টির অভিযোগে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অন্যরা হলেন- সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শ্রমিক দল নেতা মো. ইউনুস ও ওয়ার্ড বিএনপির নেতা মো. মনিরুজ্জামান মনি। 

রবিবার নগরীর ইকবাল নগর মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাশকতা চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here