বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে খুলনায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর ও জেলা বিএনপি।
শনিবার কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে জমায়েত সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল মিছিল পিকচার প্যালেস. ডাক বাংলা, ফেরিঘাট মোড় হয়ে খানজাহান আলী রোড ধরে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরও বক্তৃতা করেন বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সাইফুর রহমান, বেগম রেহানা ঈসা।
মিছিল থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।