খুলনায় জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

0
খুলনায় জানালার ফাঁক দিয়ে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন নিজ বাড়ির জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার (১ অক্টোবর) সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর ওই এলাকারই বাসিন্দা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, “রাত সাড়ে ৩টার দিকে জানালার ফাঁক দিয়ে গুলি ছোড়া হয়। এরপর সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here