জলবায়ু সহনশীলতার উন্নয়ন ও পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতির জাতীয় কৌশল প্রণয়নে খুলনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনার সিএসএস আভা সেন্টারে মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ (এমএপি) প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিষয়ে অধ্যাপক ড. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন। এ্যাডামস নির্বাহী পরিচালক এসএম আলী আসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মীর আলিফ রেজা। কর্মশালায় শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও জলাবায়ু অভিবাসীরা অংশ নেয়।
এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি বাড়ছে খুলনা অঞ্চলে। আবাসস্থল, কর্মসংস্থান হারিয়ে ঝুকিপূর্ণ এলাকার অসংখ্য মানুষ জীবিকার তাগিদে শহরাঞ্চলে ভিড় করছে। কর্মশালায় এদেরকে শহরতলিতে বাসস্থানের ব্যবস্থা, প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি, দুর্যোগে শিশু বয়স্কদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করা হয়।
বক্তারা বলেন, ভৌগলিক অবস্থানজনিত কারণে খুলনা অঞ্চল জলবায়ু পরিবর্তন ঝুঁকিতে রয়েছে। ফলে জুলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি, করণীয় নির্ধারণ করা গেলে জাতীয় পর্যায়ে কৌশল প্রনয়নে ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে এ্যাডামস, জাতীয় পর্যায় আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ে জার্মানওয়াচ প্রকল্পটি বাস্তবায়ন করছে।