খুলনায় গ্রিড বিপর্যয়: সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিবে কমিটি

0

খুলনা অঞ্চলে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় হয়ে যাওয়া গ্রিড বিপর্যয়ের কারণে ৮ সদস্যের একটি তদন্ত  কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে গ্রিড বিপর্যয়ের কারণ তদন্ত করে সুপারিশসহ সেই প্রতিবেদন বিদ্যুৎ, জ্বালানি  ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জমা দিবে। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। 

কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ তদন্ত করবে। এক্ষেত্রে গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান হলে তাদের চিহ্নিত করবে। একই সাথে ভবিষ্যতে যাতে এ ধরনের গ্রিড বিপর্যয় না হয় সেজন্য কমিটি সুপারিশ দিবে। 

কমিটিতে যারা আছেন তারা হলেন- কমিটির আহ্বায়ক বুয়েটের উপ-উপচার্য আবদুল হাসিব চৌধুরী। সদস্যদের মধ্যে আছেন- বুয়েটের অধ্যাপক ড. মো. এহসান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফিরোজ শাহ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিএন্ডডি) শহিদুল ইসলাম,  ওজপাডিকোর প্রধান প্রকৌশলী (পরিচালন) আব্দুল মজিদ, বাবিউবোর তত্ত্ববোধক প্রকৌশলী আতিকুর রহমান, পিজিসিবির প্রধান প্রকৌশলী, ট্রান্সমিশন-১ ফয়জুল কবির এবং সদস্য সচিব বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাজহারুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here