খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

0
খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: যশোর সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

দুর্বৃত্তদের গুলিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. মোতালেব শিকদার খুলনায় গুলিবিদ্ধ হওয়ায় যশোর সীমান্তে টহল ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।

যশোর বিজিবির (৪৯ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, এনসিপি নেতা মোতালেব শিকদারের হত্যাচেষ্টাকারীরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য ঘটনার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। 

একইসঙ্গে যেসব সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সীমান্ত সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here