খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

0

খুলনার ডুমুরিয়ার বরাতিয়া গ্রামে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের এসব সদস্যকে খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

সোমবার দুপুরে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হচ্ছেন-মাজেদুল সরদার (৩৪), রফিকুল ইসলাম শেখ (৪২), সাইদুল গাজী (২২), মোসলেম শেখ (৬০), আলমগীর মীর (২৫), মো. সিদ্দিক শেখ (৩৫) ও সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগম (২০)। মরিয়ম বেগমের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল উদ্ধার করা হয়।

এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত লোহার শাবল, লোহার রড, রেঞ্জ, মোবাইল এবং লুণ্ঠিত স্বর্ণ বিক্রির টাকাসহ স্বর্ণের আংটি ও পাঁচটি হাতের বালা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, ডাকাতদলের সদস্যরা অস্ত্রের ভয় দেখিয়ে বরাতিয়া গ্রামের রায়হান সরদার ও সাবাজুল মোল্লার ঘরে ঢুকে মালামাল লুট করে। এ ঘটনায় জড়িত ১০/১২ জনের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ ও জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here