খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসকক্ষে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে দুর্বৃত্তদের দেয়া আগুনে এজলাস কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার দুটি বেঞ্চ পুড়ে যায়।
পুলিশ জানায়, ভোরে মুসল্লিরা মসজিদে নামাজে যাওয়ার সময় আদালতকক্ষের ভেতরে আগুন ও ধোয়া দেখতে পায়। এ সময় তাদের চিৎকারে আশপাশের সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আদালত চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। এ ঘটনাকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।