খুলনা টাইগার্সকে ৪৫ রানে হারাল চিটাগং কিংস। ২০০ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি খুলনা।
এই জয়ে টানা চার ম্যাচ জিতল চিটাগং। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে দলটি। আর সাত ম্যাচ খেলে সাতটিতেই জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স।
বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় চিটাগং কিংস। ৭ বলে ১০ রান করে আবু হায়দার রনির বলে ক্যাচ দেন উসমান খান। এরপরই ৬৩ বলে ১২৮ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। ২৯ বলে ৩৯ রান করে আউট হন ইমন।
তবে রীতিমতো ঝড় তোলেন গ্রাহাম ক্লার্ক। তিনি তুলে নেন সেঞ্চুরিও। ৫০ বলে ১০১ রান করেন ক্লার্ক। ১৩ বলে ১৬ রান করেন শামীম হোসেন। খুলনা টাইগার্সের হয়ে তিন উইকেট করে পান সালমান ইরশাদ ও মোহাম্মদ নাওয়াজ।
রান তাড়ায় নেমে খুব একটা সুবিধা করতে পারেনি খুলনা টাইগার্স। ৩১ বলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন দারউইশ রাসূলী। ২০ বলে ২৫ রান করেন নাওয়াজ। চিটাগাংয়ের হয়ে তিন উইকেট নেন আরাফাত সানি।