বিপিএলের ২৫তম ম্যাচে এসে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। তারা প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়েছে।
মিরপুর সিলেটের কাছে হেরে টানা তৃতীয় হারের স্বাদ পেল এনামুল হক বিজয়ের দল।
১৫৪ রানের টার্গেটে খেলতে নেমে টপ অর্ডারের সামিত প্যাটেল (৯ বলে ১৩), নাজমুল হোসেন শান্ত (১৬ বলে ১৮ ), জাকির হাসান (০) সুবিধা করতে না পারলেও ওপেন করতে নামা হ্যারি টেক্টর হাল ধরেন। ৫২ বলে ৬১ রান করে দলকে তিনি এগিয়ে নেন।
এছাড়াও সিলেটের অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ১৯ বলে ২৪ রান। আর রায়ান বার্লের ১৬ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয়ে বন্দরে পৌঁছে যায় সিলেট।