সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের মামলার পলাতক প্রধান আসামি মজনু মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাব। বুধবার সকালে বগুড়া সদর থানা এলাকার তিনমাথা মোড়ের ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়। মজনু মিয়া উল্লাপাড়া উপজেলার সড়াতৈল এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।
বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মোঃ মারুফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আাসামি মো. মজনু মিয়া এবং ভিকটিম আব্দুস সাত্তার আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। এরই জের ধরে গত ২৯ অক্টোবর (রবিবার) দুপুরে তাদের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এক পর্যায়ে আসামি মজনু লাঠি দিয়ে ভিকটিমকে সজোরে মাথায় আঘাত করে আহত করে। পরে ভিকটিমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থান থেকে আসামী মজনু মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।