খুঁজে পাওয়া যাবে না আর সেই ‘গল্পকার’ পিয়ালকে

0

তারার দেশেই পাড়ি জমালেন বাংলাদেশের ব্যান্ড জগতের ‘তরুণ তারা’ গায়ক ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়াল। সড়কেই ঝরে গেলো তার ত্রিশ না পেরোনো ‘দেহখান’।

এবার তাকে গানের প্রতিটা ছন্দেই খুঁজতে হবে। মৃত মানুষের চিৎকার শুনতে পাওয়া না গেলেও পিয়াল ভক্তদের চিৎকারে (বেদনার্ত কথকতা) সয়লাব হয়ে গেছে ফেসবুক। তার গাওয়া গানের প্রিয় লাইনগুলো ধরেই তাকে স্মরণ করছেন অনেকে।

ব্যান্ডের বাকি সদস্যরা আহত হলেও তারা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছে অড সিগনেচার। 

২০১৭ সালে অড সিগনেচারের যাত্রা। কম সময়েই তরুণদের মাঝে জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। গানটি লিখেছেন মুনতাসির রাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here