খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

0
খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ওরসের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহাম্মদ আলী (৫০) নামের একজন নিহত হয়েছেন। নিহত আহাম্মদ আলী উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ এলাকার আপিল মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন হোমিও চিকিৎসক।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। এর আগে সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের সখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাশ্ববর্তী মুরশিদের বাজার এলাকায় এক মাজারে বাৎসরকি ওরস অনুষ্ঠিত হয়। সেখানে মুসল্লিদের খাবারের জন্য খিচুড়ি রান্না করা হয়। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় মুন মিয়ার সঙ্গে আহাম্মদ আলীর তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। সেই জেরে পরে বুধবার সকাল ৯টার দিকে মুন মিয়া তার সহযোগীদের ডেকে এনে সখের বাজারের হোমিও দোকানে আহাম্মদ আলীর ওপর হামলা করে। এসময় হামলাকারীদের কিলঘুসি ও লাথিতে আহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শ্রীপুর সখের বাজারে আহাম্মদ আলী তার হোমিও দোকেনে বসে ছিলেন। রাতের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বুধবার সকালে একপক্ষ আহাম্মদ আলীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here