বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শোকবার্তায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বকালেই বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে রূপান্তরিত হয়।
তিনি বলেন, বেগম জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও তার দৃঢ় ভূমিকা ছিল।
তিনি বলেন, বেগম জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ছিলেন না, তিনি সারা দেশের জনগণের নেত্রী ছিলেন। তিনি দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল— যা দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উপদেষ্টা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

