খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় দোয়া

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরের সিংড়ায় দোয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের সিংড়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে গোল-ই-আফরোজ সরকারি কলেজ মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করেন নাটোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

সিংড়া শহর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক।

এছাড়া খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফসারুজ্জামান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউল গণি পলাশ, ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ অন্যরাও অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here