খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাংসদ এবং শার্শা আসনের দলটির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

মফিকুল হাসান তৃপ্তি বলেন, অসুস্থ বেগম জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন সেই মুহূর্তে একটি দল এদেশে ধর্মের দোহাই দিয়ে নিরীহ মুসলমানদের ধোঁকা দিচ্ছে। মুখে ইসলামের কথা বলে কৃষ্ণনন্দীদেরকে দলে পুনর্বাসনের করছে।

তিনি বলেন, একটি মহল জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য বেগম জিয়াকে নিয়ে কল্পকাহিনী ছড়াচ্ছে। দলটি ধর্মকে পুঁজি করে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি করছে, এটি ধর্মের নামে ব্যবসা। অতীতে বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও অপপ্রচার চালানো হয়েছে।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৭ বছরের দমন-পীড়ন ও ইতিহাস বিকৃতির কারণে অনেকেই বিএনপির অবদান ভুলে গেছে। শহীদ জিয়াউর রহমান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছিলেন।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাসিমুল গনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ ,বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মসিয়ার রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here