বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুরের মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে মহানগরী’র আলমনগর পীরপুর জামে মসজিদে জুমা’র নামাজের পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া হয়েছে।
এসময় রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে নগরীর কেরামতিয়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেখানে মহানগর বিএনপির সদস্য সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন মুসল্লীরা উপস্থি ছিলেন।
এছাড়াও নগরীর নিউইঞ্জিনিয়ার পাড়া, সেনপাড়া, মুলাটোল, মুন্সিপাড়া, দর্শনা, মডার্ন মোড়, গুপ্তপাড়া জামে মসজিদসহপ্রতিটি মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে। দোয়ামাহফিলে অংশ নেন নানা শ্রেণিপেশার মানুষ।

