খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস)-এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর পুরানা পল্টনের একটি হলরুমে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবস সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, জেবসের সহ-সভাপতি নূরে আলম বর্ষণ, যুগ্ম সাধারণ সম্পাদক অয়ন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান, সাংগঠনিক সম্পাদক রুমাজ্জল হোসেন রুবেল, ডিইউজের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ফখরুল ইসলাম, সদস্য মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক রাসেল আহম্মেদ, হুমায়ুন কবির, মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পল্টন দারুস সালাম মসজিদের খতিব মাওলানা তাহসিন।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতীক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারেন সে জন্যই আজকের এই আয়োজন।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দল–মত নির্বিশেষে দেশের মানুষের বিশ্বাস ও আস্থার অন্যতম নাম। তার সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য এবং নেক হায়াত দান করেন—সেই প্রার্থনা জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here