ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগের উদ্যোগে তালগাছিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহাগ। তিনি দেশনেত্রীর সুস্থতার জন্য সবার কাছে আন্তরিক দোয়া কামনা করেন।
দোয়া মাহফিল শুরুর আগে মাদ্রাসার ছাত্ররা পবিত্র কোরআন পাঠ করেছেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় কাঁঠালিয়া উপজেলার ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

