গ্রিসের রাজধানী এথেন্সের একটি রেস্টুরেন্টে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গ্রিস বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন।
গ্রিস বিএনপির আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আশরাফ উদ্দিন ঠাকুর টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি ও বর্তমান যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সাবেক সভাপতি জাকির হোসেন, সদস্য আমিমুল হক সুফি, গ্রিস বিএনপির নির্বাচন কমিশনার এস আলম সাইদুল, যুগ্ম আহ্বায়ক মিজান মুন্সী, সিলেট বিভাগীয় শাহজালাল ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, গ্রিস বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক টিটু, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সহ-সভাপতি জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি সদস্য ইসমাইল হোসেন রনি, সরোয়ার আলম, মৃধা নুরুল ইসলাম, এস আলম নিপু, আনোয়ার ঢালী, নুরুল আমিন, রিমন শেখ, সিলেট বিভাগীয় শাহজালাল ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হোসেন মিয়া।