খালেদা জিয়ার রোগীমুক্তি কামনায় ১০০ বার কোরআন খতম

0
খালেদা জিয়ার রোগীমুক্তি কামনায় ১০০ বার কোরআন খতম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

৩৭২ শিশু হাফেজ মিলে ১০০ বার কোরআন খতম দেয়। শনিবার সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় এ দোয়ার আয়োজন করা হয়। এতে উপজেলার ২৫টি মাদরাসার কোরআনের হাফেজরা অংশ নেয়। 

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম এবং দোয়ার আয়োজন করেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। তার পুঠিয়া নির্বাচনী কার্যালয়ে ২৫টি মাদরাসার হাফেজরা ১০০ বার কোরআন খতম দেন।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ সময় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাই তার সুস্থতা কামনায় নিষ্পাপ শিশুদের দিয়ে কোরআন খতমের আয়োজন করেছি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here