খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে  দোয়া মাহফিল ও রোজা পালন করা হয়েছে।  

বুধবার বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ফয়সাল আলীমের আয়োজনে শহরে মাছুয়া বাজার জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে অংশ নেন, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হায়দার আলী, পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব বুলু, সাবেক সদস্য সচিব  আবুল হোসেন,জয়পুরহাট শহর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান,পাঁচবিবি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন , জেলা ওলামা দলের আহবায়ক লোকমান হোসেন,জয়পুরহাট জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আমানুল্লাহ আমান, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুদ্দিন তুষারসহ আরও অনেকে। 

দোয়া মাহফিলে  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here