খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় দোয়া মাহফিল

0
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কচুয়ায় দোয়া মাহফিল

বাগেরহাটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কচুয়া উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে জেলার কচুয়া ডিগ্রি কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরু, জেলা মহিলা দলের আহ্বায়ক সাহিদা আক্তার।

আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা আলতাফ হোসেন, কচুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সরদার ইমরান হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here