খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া

0
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুড়িগ্রাম জুড়ে। গভীর বেদনা ও অশ্রুভেজা হৃদয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে নেতাকর্মীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিবেশ। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদের মাধ্যমে খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনায় মুখরিত হয়ে ওঠে পুরো জেলা কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক ও সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী শোকাহত হৃদয়ে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে শোকাহত নেতাকর্মীরা নীরব চোখে একে অপরকে সান্ত্বনা দেন এবং গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here