আখতার রাফি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড বক্তারপুর এলাকার ময়দার মিল মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক এর ব্যক্তিগত উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মোঃ মনিবুর রহমান চম্পক বলেন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরা দেশবাসী আজ শোকাহত। আপনারা সবাই মহান সৃষ্টিকর্তার কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উক্ত দোয়া মাহফিল শেষে কয়েক হাজার উপস্থিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

