খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আশুলিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

0

আখতার রাফি : স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্টার আপোষহীন নেত্রী প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫/০১/২৬ ইং)  বাদ জোহর আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অবস্থিত হাবিব রিসোর্ট এন্ড কনভেনশন হলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের প্রায় কয়েক হাজার নেতা কর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান উপস্থিত সকলের নিকট প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,  বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে সকালের নিকট ফোয়া প্রার্থনা করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here