সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামীকালও কোনো ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না।
এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনের দুটি ম্যাচ স্থগিত করে। পরে বিসিবির একটি সূত্র জানায়, বুধবার ওই ম্যাচ দুটি আয়োজন করা হবে। তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড।
সরকার ৩১ ডিসেম্বর জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায়, সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে বিসিবিও ওইদিন বিপিএলের কোনো ম্যাচ না রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ ডিসেম্বরের স্থগিত হওয়া দুটি ম্যাচ আগামী ৪ জানুয়ারি সিলেটেই অনুষ্ঠিত হবে। তবে ১ ও ২ জানুয়ারির সূচি অপরিবর্তিত থাকবে।
এ অবস্থায় ৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্ব শুরু করা কষ্টসাধ্য হয়ে পড়ায়, ওই পর্বসহ বিপিএলের পরবর্তী পূর্ণাঙ্গ সূচি নতুন করে প্রকাশ করবে লিগের গভর্নিং কাউন্সিল।

