খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

0
খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। মিরপুর থেকে মতিঝিল- পুরো ক্রীড়াঙ্গন আজ শোকের চাদরে ঢাকা। 

দেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি তামিম ইকবাল যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তার শোকবার্তায় উঠে এসেছে এক গভীর শূন্যতা।

ফুটবলের সবুজ গালিচায় যার হাত ধরে বাংলাদেশ অসংখ্য জয়ের গল্প লিখেছে, সেই সাবেক অধিনায়ক আমিনুল হক ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠের রাজনীতি কিংবা মাঠের খেলা- সবখানেই খালেদা জিয়ার সেই স্নিগ্ধ ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি আজ কেবলই স্মৃতি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আবেগাপ্লুত কণ্ঠে স্মরণ করেন তার অবদানকে। তার মতে, ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি যে মশাল জ্বালিয়েছিলেন, তার প্রস্থান সেখানে তৈরি করলো এক বিশাল অন্ধকার।

দেশের প্রধান দুই ক্রীড়া সংস্থা বিসিবি এবং বাফুফে পৃথক শোক বার্তায় জানিয়েছে তাদের বিনম্র শ্রদ্ধা। বিসিবি বলছে, এটি কেবল একজন রাজনীতিবিদের বিদায় নয়, বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীর প্রস্থান। বাফুফের চোখে ‘দেশের অপূরণীয় এক ক্ষতি’।

এই শোকের দিনে থেমে গেছে ব্যাটে-বলের লড়াই। শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের সব ম্যাচ। একই পথে হেঁটেছে বাফুফেও; গড়াচ্ছে না কোনো ফুটবল ম্যাচও। গ্যালারির গর্জন আজ থমকে গেছে শোকের গাম্ভীর্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here