খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

0
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপি নেতার শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকালে শহরের সয়াগোবিন্দ গ্রামে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।   

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের উন্নয়ন ও সংকটকালীন সময়ে দেশের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন বলেও জানান তিনি।

এসময় শীতবস্ত্র বিতরণের সময় ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here