তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি সংহতি জানিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতে দূতাবাস বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
শোকাহত প্রবাসীদের জন্য দূতাবাস ডিজিটাল ও হার্ডকপি—উভয় মাধ্যমে শোকবার্তা বই খুলেছে। যারা সশরীরে উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য অনলাইনে শোক ও প্রার্থনা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। নির্ধারিত লিংকের মাধ্যমে প্রবাসীরা তাদের শোকবার্তা পাঠাতে পারবেন।
এছাড়া যারা সরাসরি দূতাবাসে এসে শোকবার্তা বইতে স্বাক্ষর করতে ইচ্ছুক, তারা আগামী ৫ ও ৬ জানুয়ারি (সোমবার ও মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আবুধাবির বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারির অভ্যর্থনা কক্ষে তা করতে পারবেন বলে জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দূতাবাসের এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা তাদের নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাচ্ছেন।

