বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি আবারও পিছিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৮ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।
মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। এরপর সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন আদালত।