খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসা করতে দিতে হবে: মির্জা ফখরুল

0

কোন ছলচাতুরী করে লাভ নাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিন, শুধু আমেরিকা নয়, দেশের জনগণও আপনাদের স্যাংশন দিচ্ছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।”

খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, অনেক অনেক বেশি অসুস্থ, ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা ভালো নয়। তার বাংলাদেশে আর চিকিৎসা নেই-তাকে বিদেশে না নেয়া গেলে বাঁচানো দুষ্কর হতে পারে বলেও জানান মির্জা ফখরুল।
 
বরিবার বিকালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ফখরুল বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগেছে। বাইডেনের সাথে সপরিবারে ছবি তুলে খুব দেখেছিল। বলেছিলেন আর আমেরিকা যাবেন না,  অথচ তিনি আমেরিকা থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করা হলো।

ভিসা নীতি বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য অপমানজনক। আওয়ামী লীগের জন্য তাও আমাদের দেখতে হলো বলেও মন্তব্য করেন। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আদালতে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের নেতারা বিদেশে চিকিৎসা করতে পারলে কেন খালেদা জিয়া করতে পারবেন না? 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়াকে এ সরকার ভয় পায়। কারণ তিনি গণতন্ত্রের কথা বলেন। তাই তাকে ধ্বংস করে আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকতে চায়। 
 
দুপুরের আগে থেকেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে শুরু করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, ইউনুস মৃধা, মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোস্তফা জামান, ঢাকা মহানগর বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, কাউন্সিলর আলী আকবর আলী, হাফিজুর রহমান সাগীর, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল, সাবেক ছাত্রনেতা মনির হোসেন খান, মিরপুর থানা বিএনপির আহ্বায়ক হাজী আব্দুল মতিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মিরপুর থানা বিএনপি নেতা মোঃ হালিম উল্লাহ মজুমদার, আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক একরাম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক আকরামুল হক ও সাব্বির দেওয়ান জনি, ভাটারা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এস আহমাদ আলী, রুপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু ও সদস্য এম আশরাফুল ইসলাম, যুবদল মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল, স্বেচ্ছাসেবক দল মিরপুর থানার আহ্বায়ক ফিরোজ আহমেদসহ বিএনপি ও অঙ্গসমূহের নেতারা মিছিল নিয়ে সমাবেশে আসেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here