নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পুকুরে ডুবে সুনু মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার দুপুরে স্বজনরা লাশ ভেসে উঠলে উদ্ধার করে।
উপজেলার উত্তরহাটী গ্রামের ধনাই মিয়ার ছেলে সুনু মিয়া গতকাল মঙ্গলবার গোসলে নেমে নিখোঁজ হন। পরে বাড়ির লোকজন দিনভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। এরপর বুধবার দুপুরে বাড়ির কাছেই পুকুরে লাশ ভেসে উঠলে স্বজন ও স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, গ্রামবাসী বলছে মৃত ব্যক্তি মৃগী রোগী ছিলেন। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে অন্য কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে অপমৃত্যুর একটি মামলা করা হয়েছে।