খারকিভে বিমান হামলা রাশিয়ার, নিহত ১৬

0

ইউক্রেনের খারকিভ শহরে একটি বড় এবং ব্যস্ত হার্ডওয়্যার দোকানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েক ডজন ব্যক্তি।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জাতীয় টেলিভিশনে বলেন, দুটি জিপিএস-নিয়ন্ত্রিত বোমা শনিবার বিকালে শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত এপিসেন্টার হাইপার মার্কেটে আঘাত হানে।

খারকিভ শহরের মেয়র ইহর টেরেখভ বলেন, বোমাবর্ষণের সময় হার্ডওয়্যার দোকানে ১২০ জন লোক উপস্থিত ছিলেন।

“আক্রমণটি শপিং সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল যেখানে অনেক মানুষ ছিল- এটা পরিষ্কারভাবে সন্ত্রাসবাদী কাজ,” টেরেখভ বলেন।

মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তু আক্রমণ করার অভিযোগ অস্বীকার করে। তবে ইউক্রেনে তাদের ২৭ মাস ধরে চলা আক্রমণে কয়েক হাজার লোক নিহত এবং আহত হয়েছে। সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here