খামেনির কাছে ‘কালপ্রিট’ তকমা পেয়েও চুপ ট্রাম্প?

0
খামেনির কাছে 'কালপ্রিট' তকমা পেয়েও চুপ ট্রাম্প?

ইরানের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

শনিবার তেহরানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি ট্রাম্পকে এই দাঙ্গার মূল ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করেন। তবে ট্রাম্প এখনও খামেনির বক্তব্যের বিষয়ে নীরবতার পথেই হাঁটছেন।

খামেনি অভিযোগ করেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার সব দায়ভার যুক্তরাষ্ট্রের ওপর বর্তায়। তার মতে, এবার কেবল মার্কিন মিডিয়া বা নিচের সারির রাজনীতিবিদরা নয় বরং খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজে বিক্ষোভে উস্কানি দিয়ে এবং সামরিক সহায়তার কথা বলে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছেন।

বক্তব্যের এক পর্যায়ে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘ সময় ধরে ইরানের ওপর আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করে আসছে। এবারের দাঙ্গা ছিল সেই পরিকল্পনারই অংশ। তিনি দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন প্রশাসন সরাসরি মাঠপর্যায়ে এজেন্টদের প্রশিক্ষণ দিয়ে ও অর্থায়ন করে বিশৃঙ্খলা ছড়িয়েছে। 

বিশেষ করে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং মোসাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তার উদাহরণ টেনে তিনি বলেন, বিদেশি শক্তিগুলো আর তাদের হস্তক্ষেপ গোপন রাখছে না। 

খামেনি আরও উল্লেখ করেন, বিক্ষোভের নামে যারা মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে, তারা ইরানের সাধারণ জনগণের প্রতিনিধি হতে পারে না। তাদের ইরানি জাতি হিসেবে প্রচার করাকে তিনি একটি ‘মারাত্মক অপবাদ’ এবং বড় ধরনের অপরাধ বলে মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে সর্বোচ্চ নেতা বলেন, নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছে এবং ইতোমধ্যে অনেক এজেন্টকে আটক করা হয়েছে। তিনি বলেন যে, ইরান কোনোভাবেই কোনো যুদ্ধ চায় না, তবে দেশের ভেতরে বা বাইরে যারা অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের কোনোভাবেই বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হবে না। আয়াতুল্লাহ খামেনি তার ভাষণে স্পষ্টভাবে ঘোষণা করেন যে, ইরানের সার্বভৌমত্ব রক্ষায় এবং বিদেশি অপশক্তি মোকাবিলায় তেহরান বিন্দুমাত্র নমনীয় হবে না।

সূত্র: প্রেস টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here