হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় সংঘর্ষে তারা অন্তত ১৪ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।
দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে আল জাজিরার তারেক আবু আজজুম রিপোর্ট করেছেন, গোষ্ঠীটি দাবি করেছে, ইসরায়েলের সাথে শহরের সীমান্তের নিকটবর্তী পূর্বাঞ্চলীয় খান ইউনিসের আজ-জানানা জেলায় নয়জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
তিনি আরও বলেন, আমাল এলাকায় ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামাসের দায় স্বীকার করা আরেকটি হামলায় ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংকে আঘাত হানে। এতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, শনিবার মধ্য গাজায় ৪০১তম ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।