খাদ্যবান্ধব কর্মসূচির ১১৬ বস্তা চাল জব্দ

0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির তিন হাজার ৪৮০ কেজি (১১৬ বস্তা) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

শুক্রবার (১৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার উচাখিলা বাজারর একটি গোডাউন ও দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. আনোয়ার হোসেন।

মো. আনোয়ার হোসেন বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তিন বস্তা চাল কিনে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক লোক। অভিযানের খবরে ওই লোক তিন বস্তা চাল রাস্তায় ফেলে রেখেই চলে যান। পরে ওই চালও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দ ১১৬ বস্তা চাল সরকারি খাদ্যগুদামে নেওয়া হচ্ছে। অভিযান হবে এমন খবর পেয়ে অসাধু ব্যবসায়ীরা আগেই পালিয়েছে। যে কারণে কাউকে আটক সম্ভব হয়নি। সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজা জেসমিন বলেন, বিষয়টি জানার পর চাল উদ্ধারের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতদিন/আব্দুল্লাহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here