উসমান খাজার বিদায়ী ম্যাচ ঘিরে সিডনিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টহল দেবে এক দল লং রেঞ্জ রাইফেলধারী।
নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিফর্মধারী ও অশ্বারোহী পুলিশের পাশাপাশি দাঙ্গা দমন শাখার পুলিশ সদস্যরা ম্যাচ চলাকালে মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
গত মাসে সিডনির বন্ডাই বিচে হানুক্কা উদযাপন চলাকালে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হয়। এই ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ার ফলে সিডনিতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় অ্যাশেজ সিরিজের শেষ টেস্টেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার ম্যাল ল্যানিয়ন সংবাদমাধ্যমকে বলেন, ‘খেলাধুলার ইভেন্টে পুলিশকে রাইফেল হাতে দেখতে হয়তো অনেকে অভ্যস্ত নন। তবে এর উদ্দেশ্য মানুষকে নিরাপদ বোধ করানো। কোনো নির্দিষ্ট হুমকি নেই, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ।’
বাড়তি নিরাপত্তার পাশাপাশি ই অসামাজিক ও ঝুঁকিপূর্ণ আচরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ল্যানিয়ন।
বন্ডাই বিচের হামলায় আহতদের মধ্যে এখনও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ছয় জনের অবস্থা স্থিতিশীল এবং একজন সংকটাপন্ন হলেও স্থিতিশীল অবস্থায় আছেন।
এই ঘটনায় ২৪ বছর বয়সী নাভিদ আকরামের বিরুদ্ধে ১৫টি হত্যা মামলাসহ মোট ৫৯টি অভিযোগ আনা হয়েছে। পুলিশের গুলিতে আহত হয়ে কয়েকদিন কোমায় থাকার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। হামলায় আরেক অভিযুক্ত নাভিদের বাবা সাজিদ আকরাম ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।

