খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কান্তি দে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি থানা পুলিশ তার নিজ বাড়ি শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগেরসহ সভাপতি তপন কান্তি দেকে আমরা গ্রেফতার করি। তিনি জানান, তার বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে।