খাগড়াছড়ির দীঘিনালার মেরুং বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২৫ টি দোকান। বুধবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে বাজারের একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
ব্যবসায়ীরা জানান, ভোর রাতে বাজারে পানির হাউস সংলগ্ন গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুনে ছড়িয়ে পরে। আগুন লাগার ২০ মিনিট পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আধা ঘণ্টার কম সময়ের মধ্যে অন্তত ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ব্যবসায়ীদের অন্তত কোটির টাকা আর্থিক ক্ষতি হয়েছে।