খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইা আক্তার সেতু হত্যার বিচার দাবি করেছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মিয়া জামাল। বৃহস্পতিবার নিজ বাড়ির সামনের সড়কের পাশে ব্যানার টানিয়ে এ বিচার দাবি করেন তিনি।
মুক্তিযোদ্ধা জামাল জানান, ২০২৩ সালের ১৬ জানুয়ারি রাত সাড়ে আটটার দিকে তার বাড়িতে সন্ত্রাসীরা ঢুকে ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তার মেয়ে সুমাইয় আক্তার সেতু বাধা দিতে গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জামাল বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। এজাহারের কাউকে এখনো পুলিশ গ্রেফতার করেনি বলে অভিযোগ করেন তিনি। তাই অবস্থান কর্মসূচির মাধ্যমে বিচার ছেয়েছেন সন্তানহারা এই বীর মুক্তিযোদ্ধা।