খাগড়াছড়িতে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক

0
খাগড়াছড়িতে সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা আটক

খাগড়াছড়ি পৌরসভার শান্তি নগর এলাকায় বালিশ চাপা দিয়ে দুই বছরের শিশু সন্তান মো. তহিদুল আলমকে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো.আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানির চাকরিজীবী। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে খাগড়াছড়ি পৌরসভার শান্তি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। রাতের কোনো এক সময় শিশুর মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত সন্তানকে বালিশ চাপা দিলে শিশুটির মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মা সাবিনা ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুর লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত শিশুর বাবা মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল ওষুধ বিপণনের জন্য পানছড়িতে যায়। রাত বেশি হওয়ার জেলা সদরে ফিরতে পারিনি। রাত তিনটার দিকে ফোন আসে আমার ছেলে খুন হয়েছে। 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “রাত ৩টার দিকে এ ঘটনা। সাবিনা ইয়াসমিন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here