খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

0
খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় খাগড়াছড়ি পৌর প্রশাসকও অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। 

এ ছাড়া আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনোয়ার কবির।

১৯৭১ সালে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরে স্মৃতিচারণ করেন মুক্তিযুদ্ধ চলাকালীন রামগড়ের বীর মুক্তিযোদ্ধা, খাগড়াছড়ি জেলা ইউনিট কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা। 

সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here