খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হয়েছে। জেলার বিভিন্ন পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীরা অপশক্তি অসুর বধের দৃঢ় প্রতিজ্ঞায় মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করেন।
সোমবার জেলার ৬০ টি মন্দিরে বিহিত পূজার মাধ্যমে মহানবমীরআনুষ্ঠনিকতা শুরুহয়। ভক্তরা সকাল থেকেই নগরীর পূজা-মন্ডপগুলোতে ঘুরে-ঘুরে দেবীর চরণে পুষ্পাঞ্জলী অর্পণ ও পূজা-অর্চণা করেন। নবমীর দিনে পূজা মন্ডপ গুলোতে উপচেপড়া ভিড় ছিল। আগামীকাল বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।