খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর অবমুক্ত

0

খাগড়াছড়ি  বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে। গত বৃহস্পতিবার সদরস্থ গঞ্জপাড়ার  একটি বৈদ্যুতিক খুঁটি উপর থেকে গ্রামবাসীরা একটি লজ্জাবতী বানর’ উদ্ধার করে। পরে খাগড়াছড়ি বন বিভাগকে খবর দেয়। 

খবর পেয়ে খাগড়াছড়ি বন বিভাগ বানরটিকে উদ্ধার করে। খাগড়াছড়ির বন বিভাগের অফিস কার্যালয়ে নিয়ে আসে। বানরটিকে সেবা যত্ন করে সুস্থ করে। পরে খাগড়াছড়ি আলুটিলার প্রাকৃতিক সবুজ বনে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর টিকে অবমুক্ত করা হয়। 

খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, মানুষের যেমন বাঁচার অধিকার আছে তেমনি প্রাণীদের প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বন উজার ও শিকারের কারণে প্রকৃতি থেকে এসব প্রাণী হারিয়ে যাচ্ছে।  আমরা যদি প্রাণী গুলোকে রক্ষা না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম লজ্জাবতী বানর দেখতে কি রকম সেটাওতারা জানবে না। বন ও বন্যপ্রাণী রক্ষায় খাগড়াছড়ি বন বিভাগ কাজ করে যাচ্ছে। বন্যপ্রাণী যদি প্রকৃতিতে থাকে তাহলে বন সুন্দর এবং প্রকৃতি ভালো থাকবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here