খাগড়াছড়িতে বিনা ধান ২৫ বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের নিয়ে মাঠ দিবস

0

খাগড়াছড়িতে বিনা ধান ২৫ বিষয়ক  প্রশিক্ষণ ও  কৃষকদের নিয়ে মাঠ দিবস

খাগড়াছড়িতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো মৌসুমের ধানের জাত বিনা-২৫ এর বিশেষত্ব, চাষাবাদ কৌশল ও পাহাড়ি অঞ্চলে সম্ভাবনা শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ পরামণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপকেন্দ্রের হলরুমে কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কিশোর কুমার মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল ও বিনা খাগড়াছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম শফিউল আলমসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিনা ধান ২৫ এর মাঠ দিবস ও ফসল কর্তন করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here