খাগড়াছড়ি আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া তার প্রথম নির্বাচনী পথসভা বৃহস্পতিবার বিকেলে মানিকছড়ি উপজেলার গাড়িটানা পথসভায় প্রচারণার মধ্য দিয়ে তার প্রচার কাজ শুরু করেন। এ সভায় সভাপতিত্ব করেন যোগ্যছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, মানিকছড়ি বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান।
সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমি দীর্ঘ আঠারো বছরে এখানে কোন সভা করতে পারেনি। আমি এমপি ছিলাম। কি কাজ করেছি আপনারাই তা মূল্যায়ন করবেন। আমরা পাহাড়ি বাঙালি সকলে সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করতে চাই। আমি সবার কাছে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চাই। পাহাড়ের জন্য কাজ করতে চাই।

