খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর সড়কে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তারা বলেন, সরকারের পদত্যাগ ছাড়া বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না।
জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও মাটিরাঙা পৌরসভার সাবেক মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও লক্ষ্মীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মোবারক হোসেন।